ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত : ১৭:৩৪, ২৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৩৪, ২৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সম্মেলনের এক সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড, স্থানীয় সরকারে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সদস্যদেরও নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে একঝাক নতুন মুখের অন্তর্ভুক্তি হয়েছে। তবে প্রেসিডিয়ামের চারটি ও সম্পাদকমণ্ডলীতে চারটি পদ ফাঁকা রাখা হয়েছে। এই কমিটির অধীনে দল আরো সুসংগঠিত হবে বলে আশা করেন নেতারা। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, সকাল থেকেই তাই আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়। তবে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে নয়, প্রেস রিলিজ দিয়ে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। আগেরদিনই নবনির্বাচিত প্রেসিডিয়ামের বৈঠকে চূড়ান্ত করা হয় নতুন কমিটি। এবারের কমিটিতে রয়েছে একঝাক নতুন মুখ। সম্পাদকমণ্ডলিতে আরো তিনজন নতুন যুক্ত হয়েছেন। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হয়েছেন ফরিদুন্নাহার লাহলী। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন এছাড়া উপপ্রচার সম্পাদক হয়েছেন আগের কমিটির সদস্য আমিনুল ইসলাম। সদস্য পদে নতুনদের মধ্যে আছেন কামরুল ইসলাম এমপি, সিলেটের বদরুদ্দীন আহমেদ কামরান। এছাড়া সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি, সাবেক ছাত্র নেতা গোলাম কবির রব্বানী চিনু, বিপ্লব বড়–য়া, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন অপুসহ বেশ কিছু তরুন নেতা। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ণ হয়েছে বলে মনে করছেন নতুন নেতারা। সদস্য পদে পুরোনোদের মধ্যে আছেন আবুল হাসনাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খায়রুজ্জামান লিটন ও আখতারুজ্জামান। ৩৮ জন সদস্য নিয়ে গঠন করা হয়েছে নতুন উপদেষ্টা পরিষদ। সংসদীয় বোর্ডে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলামসহ ১১জন। এছাড়া নতুন করে ১৯ সদস্যের স্থানীয় সরকার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। এর আগে ২৩ অক্টোবর ২১তম সম্মেলনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠনটির সভাপতিমন্ডলির ১৪, চারজন যুগ্মসম্পাদক ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়। পরে সম্পাদক মন্ডলীর আরো কিছু নাম ঘোষণা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি