ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে চলছে প্রস্তুতি

প্রকাশিত : ১১:৪১, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৪০, ১৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ঐতিহাসিক সম্মেলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ দেশকে শক্তিশালী নেতৃত্ব উপহার দেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আগামীকাল বিদেশী প্রতিনিধিদের নাম প্রকাশ করা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা । হাতে সময় মাত্র দুদিন । পুরোদমে চলছে আওয়ামী লীগের ২০-তম জাতীয় সম্মেলনের শেষ মুর্হূর্তের প্রস্তুতি। বিরাট নৌকার আদলে তৈরি স্টেজে বসতে পারবেন একসাথে শতাধিক নেতাকর্মী। সাজসজ্জা কমিটির কর্ণধার জাহাঙ্গীর কবির নানক জানালেন এবারেই প্রথম পুরো ডিজিটাল স্টেজ নির্মান করা হয়েছে, পাশে থাকছেন তৃণমূলেরাও । এরআগে সম্মেলনের প্রস্তুতি পর্যবেক্ষন করেন দলের সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ । উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে কাউন্সিল সম্পন্ন হবে বলে আশা জানান তিনি । দুুপুরে অভ্যর্থনা কমিটির পর্যবেক্ষন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিদেশী প্রতিনিধিদের নিরাপত্তা এবং আপ্যায়নের বিষয়ে নেতাকর্মীরা নজর রাখবেন । পাকিস্তানের কোন প্রতিনিধিকে সম্মেলনে আমন্ত্রন জানানো হয়নি বলে  জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি