ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আগামীকাল কুড়িগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:৫৩, ৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৩, ৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আগামীকাল কুড়িগ্রামের চিলমারী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন দেশব্যাপী ১০ টাকা কেজি দরে চাল বিতরন কার্যক্রম। এ কর্মসূচীর মাধ্যমে সুবিধা পাবে দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ চিলমারীতে। দরিদ্র মানুষকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ায় নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। বুধবার চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাকে স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি। কর্মসূচীর আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে। কুড়িগ্রামে ১ লাখ ২৫ হাজার ২শ ৭৯ টি পরিবার এ কর্মসুচীর আওতায় চাল পাবে। চলতি বছরে দু’বার প্রধানমন্ত্রীর সফরের কারণে শুধু সাধারন মানুষই নয়, আনন্দিত আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসন। এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। চিলমারীসহ কুড়িগ্রাম জেলার দারিদ্রতা দুরীকরনেও প্রধানমন্ত্রীর কাছে বিশেষ ঘোষনা আশা করছেন কুড়িগ্রামবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি