ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আগামীকাল চবির ৫০ বছর পূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৮, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ১৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫০ বছর পূর্তির কর্মসূচি শনিবার আনুষ্টানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যাম্পাসে অনুষ্টনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রথমদিনে নগরীর চারুকলা ইনস্টিটিউ প্রাঙ্গন  থেকে রং বেরংয়ের ব্যানার-ফেস্টুন নিয়ে র‌্যালি বের হয়। র‌্যালিটি  নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিআরবি শীরিষ তলায় গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি