ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

জেরুজালেমে গণহত্যা:

আঙ্কারায় মার্কিন কূটনীতিককে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের কারণে মার্কিন কূটনীতিককে তলব করেছে তুরস্ক। রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতেই মার্কিন কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা আনাদুলো নিউজ এজেন্সি।

তুর্কী উপপ্রধানমন্ত্রী বেকির বোজডাগের বরাত দিয়ে আনাদুলো অ্যাজেন্সি জানায়, মার্কিন কূটনীতিকদের ডেকে পাঠানো হয়েছে। ওয়াশিংটনের তুর্কী দূতাবাস সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে।

কখন মার্কিন কূটনীতিকরা তুর্কী সরকারের সঙ্গে কথা বলবেন সে বিষয়ে কোনো বিস্তারিত কিছু বলা হয়নি। বরং দেশটির ওয়াশিংটনে নিযুক্ত এক মুখপাত্র জানায়, উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করার জন্যই তাদের ডেকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণার পরই তুর্কী প্রেসিডেন্ট এর তীব্র নিন্দা জানায়। গত সোমবার ইসরায়েলের ৭০তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেরুজালেমে দূতাবাস খুলে যুক্তরাষ্ট্র। ওইদিন শান্তিকামী ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে অন্তত ৫৮ জনকে হত্যা করে ইসরায়েলিরা।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি