ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ২৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৯:৫৭, ২৩ ডিসেম্বর ২০১৯

খোলা বাজারে স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)- ফাইল ছবি

খোলা বাজারে স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)- ফাইল ছবি

Ekushey Television Ltd.

পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামে ক্রেতাদের হাপিত্যেশ কমাতে সরকার বিভিন্ন সময় নানামুখি পদক্ষেপ নিয়েছে। আগে ৪৫ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করলেও আজ সোমবার থেকে প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে ২৩ ডিসেম্বর সোমবার থেকে টিসিবির পেঁয়াজ খোলাবাজারে ৩৫ টাকা দরে বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।


গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত বাড়তে থাকে। তখন বাজারদর নিয়ন্ত্রণে টিসিবি খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে।

উল্লেখ্য, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, মিয়ানমার, তুরস্ক, চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হচ্ছে মিশর ও মিয়ানমার থেকে। তবে তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি