ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

আফগানিস্তানে জোট বাহিনীর বিমান হামলায় ১৯ জঙ্গি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ন্যাটো নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় স্থানীয় এক তালেবান নেতাসহ অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানান।

প্রদেশিক পুলিশের মুখপাত্র মুহিবুল্লাহ্ মুহিব বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, বুধবার রাতে খাকি সাফেদ জেলার নাইদি এলাকায় তালেবানদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে স্থানীয় তালেবান নেতা আগা মির আদালাত ও তার ১০ সহযোগী জঙ্গি নিহত হয়।

আদালাত গোলযোগপূর্ণ ওই এলাকার ২শ’ জঙ্গির নেতা ছিলেন।

মুহিব আরও বলেন, পার্শ্ববর্তী বালা বুলুক জেলায় প্রায় একই সময়ে পৃথক বিমান হামলায় আট তালেবান জঙ্গি নিহত হয়।

তিনি বলেন, বালা বুলুকে এই অভিযানে তালেবানের তিনটি প্রতিরক্ষা শিবির ধ্বংস হয়।

সূত্র: বাসস

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি