ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

আফগান সামরিক স্থাপনা হামলা না করার ঘোষনা তালেবানের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে আর কোন হামলা করবে না বলে ঘোষনা দিয়েছে তালেবান। একসময় আফগানিস্তান শাসন করা তালেবান বলছে, তাদের মূল শত্রু যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা। তাই আফগানি সেনাবাহিনী, পুলিশ ও সরকারি স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারিদেরকে লক্ষ্য করে আর কোন হামলা করবে না তারা।

আজ শুক্রবার এমন এক বিরল ঘোষনা দেয় যুক্তরাষ্ট্র ঘোষিত এই সন্ত্রাসী সংগঠন। ঐ ঘোষণায় বলা হয়, “জাতীয় সামরিক বাহিনী, জাতীয় পুলিশ, স্থানীয় পুলিশ আরবাকিস এবং প্রজাতন্ত্রের সকল কর্মচারির যেন জান ও মাল নিরাপদে থাকে তাই তাদেরকে সাধারণভাবে হামলার বাইরে রাখা হবে”।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাই তালেবানের মূল শত্রু ও লক্ষ্য বলে জানায় সংগঠনটি। তবে এদের বিরুদ্ধে ‘যুদ্ধ করতে করতে’ কখনও কখনও স্থানীয় কর্মীরা হামলার শিকার হয়ে যায় বলে দাবি করে তারা। ঐ বিবৃতিতে আরও বলা হয়, “দেশকে বিদেশী আগ্রাসন এবং বিদেশীরা যে দুর্নীতিগ্রস্থ প্রশাসন দেশে বসিয়েছে তার হাত থেকে আমরা রক্ষা করছি”।

“নিরাপত্তাকর্মীরা আমাদেরই লোক। তাদেরকে ভুল পথে চালিত করে অথবা অন্য কোন কারণে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে”।

সরকারি চাকরি থেকে যদি কোন কর্মচারি অবসর নিতে চায় তাহলে তাদেরকে সবরকমের সহায়তা করা হবে  বলেও ঐ ঘোষনায় জানায় তালেবান।

সূত্রঃ আল-জাজিরা

//এস এইচ এস//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি