ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আফ্রিদির ফাউন্ডেশনে ব্যাট দিলেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২ আগস্ট ২০১৭ | আপডেট: ২৩:৪১, ২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ভারত-পাকিস্তান সম্পর্ক খারাপ হলেও দুদেশের কিক্রেটারদের মধ্যকার সম্পর্কটা বেশ উষ্ণ। এটি আরও একবার প্রমাণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশনে নিজের স্বাক্ষর করা ব্যাট দান করেছেন কোহলি। আর এমন অবদানের জন্য কোহলিকে টুইটারে ধন্যবাদ জানান আফ্রিদি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় আফ্রিদিকে সব খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি উপহার পাঠিয়েছিল ভারতীয় দল। আফ্রিদির জন্য পাঠানো ওই জার্সিতে সই করেন বিরাট কোহলি, আশিস নেহরা, সুরেশ রায়না, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া।

ভারতীয় অধিনায়কের বার্তা পাঠানো জার্সিটি লন্ডনে এক নিলামে তিন লাখ রুপিতে বিক্রি হয়েছিল।

নিজের টুইটে সেই জার্সির ছবি পোষ্ট করে বিরাট কোহলিকে লেখেন, ‘এমন সুন্দর একটি উপহারের জন্য বিরাট কোহলি ও পুরো ভারত ক্রিকেট দলকে ধন্যবাদ। তোমার জন্য শ্রদ্ধা সুপারস্টার। আশা করছি দ্রুতই দেখা হবে।’

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি