ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আবারও বিসিবি’র সভাপতি নাজমুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:২৯, ১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো তিনি বিসিবি’র দায়িত্ব নিচ্ছেন। বুধবার পরিচালনা পর্ষদের সভায় তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়।

বিসিবি’র পরিচালনা পর্ষদের ২৫টি পদের মধ্যে ২২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। তবে নির্বাচনের আমেজ কিছুটা জমে উঠেছিল দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানকে নিয়ে। নাঈমুর রহমান নির্বাচনের মাধ্যমে জয়ী হন।

উল্লেখ্য, ২০১৩ সালে বিসিবির তৎকালীন সভাপতি আ হ ম মোস্তফা কামাল আইসিসির সহ-সভাপতির দায়িত্ব নিলে সরকার নাজমুলকে বিসিবি’র সভাপতির দায়িত্ব দেন।

দায়িত্ব নেওয়ার ক’দিন পরেই বিসিবি নির্বাচনের আয়োজন করে। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে শুরুর দিকেই নির্বাচন থেকে সড়ে দাঁড়ান সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। এরপর থেকে নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। 

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি