ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আব্দুর রহিমের দ্বিতীয় নামাজে জানাজা হয়েছে দিনাজপুরে

প্রকাশিত : ১৪:৫৪, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও মুক্তিযুদ্ধকালীন পশ্চিমাঞ্চলীয় জোনের জোনাল চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আব্দুর রহিমের দ্বিতীয় নামাজে জানাজা হয়েছে দিনাজপুরে। সোমবার সকালে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে মরহুম এম আব্দুর রহিমের দ্বিতীয় জানাজায় অংশ নেয় লাখো মানুষ। মরহুম আব্দুর রহিমের বড় ছেলে বিচারপতি মোহাম্মদ ইনায়েতুর রহিম ও ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বিভিন্ন স্থান থেকে জানাযায় আসা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ রাখা হয় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। দিনাজপুর সদরের জালালপুর গ্রামে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি