ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

আমন চাষে ব্যস্ত ঠাকুরগাঁওয়ের কৃষকরা

প্রকাশিত : ০৮:৩০, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ০৮:৩০, ৩০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইরি-বোরো ধানের লোকসান পুষিয়ে নিতে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। দিনভর খেটে জমি পরিচর্যার কাজ করছেন তারা। তবে এবার আগে থেকে আমনের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে কৃষক। আর প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী কৃষি বিভাগ। এবার শ্রাবণ মাসের শুরু থেকে বৃষ্টি হওয়ায় জমিতে পানি জমার সাথে সাথে কৃষকেরা ব্যস্ত জমি ও বীজতলা তৈরীতে। বোরো মৌসুমে লোকসানে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় কৃষকের হাতে নেই টাকা পয়সা ছিলো না এবার। তাই ঋণ করেই আমন রোপন করতে হয়েছে তাদের। আর এবার বেড়েছে কৃষি শ্রমিকের মজুরি। তাই হিমশিম খেতে হচ্ছে কৃষককে। চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৩৩ হাজার ৫শ’ ৩৫ হেক্টর জমিতে আমনের আবাদ করে ৩ লাখ ৬৬ হাজার ১শ’ ৭৭ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে ৪৮ হাজার ১৯২ হেক্টরে। দুর্যোগ না হলে বাম্পার ফলনের পাশাপাশি আমনের উৎপাদন লক্ষ্য অর্জন হবে বলে মনে করছে কৃষি বিভাগ। নায্য দাম পেতে আগে থেকেই সরকার উদ্যোগ নেবে বলে আশা করছেন কৃষকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি