ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

আমেরিকার সাঁতারু ব্রেন্ডন জোসেফ হ্যানসেনের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:২১, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২১, ১৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ব্রেন্ডন জোসেফ হ্যানসেন আমেরিকান সাবেক সাঁতারু। ক্যারিয়ারে ছয়বার অলিম্পিক পদক জিতেন তিনি। ১৯৮১ সালে আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের হ্যাভেরটাউন শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম ব্রেন্ডন জোসেফ হ্যানসেন। তবে, সবার কাছে হ্যানসেন নামেই বেশি পরিচিত। স্কুল জীবন থেকেই সাতারের প্রশিক্ষণ নেয়া শুরু করেন হ্যানসেন। প্রথমে কারাকুং সুইমিং ক্লাব ও  সুবুর্বান সেহাওয়াক ক্লাবে। ১৯৯৭ সালে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্কুল চ্যাম্পিয়নশিপের শিরোপা ও গড়েন হাই স্কুল সাঁতারের রেকর্ড। পরবর্তীতে ইউনির্র্বাসিটি অব টেক্সাস থেকে সাতারের উন্নতির জন্য কাজ করেন হ্যানসেন। কোচ এডি রেসেস এর অধিনে থেকে তালিম নেন তিনি। ২০০১ সালে সাঁতারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। জাপানে বিশ্ব অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ব্রেস্টস্টোকে ২ মিনিট ১০ দশমিক ছয় নয় সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েন তিনি। ২০০৪ সালে প্রথম অলিম্পিকের পদক লাভ করেন তিনি। ১০০ মিটার ব্রেস্টস্টোকে রৌপ্য ও ২০০ মিটারে জিতেন বোঞ্জ। আর স্বর্ণ জিতেন চার গুনিতক ১০০ মিটার রিলেতে। আন্তর্জাতিক অঙ্গণে মোট পঁচিশটি পদক জিতেন হ্যানসেন। অবসরের পর এখন আস্টিন সুইমিং ক্লাবে হেড কোচ হিসেবে কাজ করছেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি