ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আরও একটি ব্যাংকের অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:০৮, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অনুমোদন দেওয়া হলো আরও একটি ব্যাংকের। নতুন এ ব্যাংকটির নাম বেঙ্গল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির কাগজপত্র যাচাই-বাছাই শেষে সন্তুষ্ট হয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়।  

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এই ব্যাংকের অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। নতুন এই ব্যাংকটির অনুমোদনের ব্যাপারে বোর্ডের সব সদস্যই রাজি হয়েছেন। তবে ব্যাংকটির লাইসেন্স পেতে আগামী বোর্ডসভার কাছ থেকে লেটার অব ইনটেন্ট নিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।  

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক নামে আরও দুটি ব্যাংক অনুমোদনের জন্য তোলা হলেও এ দুটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  

এর আগে ‘কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ’নামে পুলিশ সদস্যদের এ ব্যাংকটি সর্বশেষ বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ওই সভায় এজেন্ডাভুক্ত তিন ব্যাংকের কিছু কাগজপত্রে ত্রুটি থাকায় অনুমোদনের জন্য শর্ত জুড়ে দেওয়া হয়। শর্তগুলো পূরণ হওয়ায় আজকের বোর্ড সভায় বেঙ্গল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।       

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বেঙ্গল ব্যাংকের ব্যাপারে বোর্ডের সব সদস্যই অনুমোদনের ব্যাপারে একমত হয়েছেন। তবে চূড়ান্ত অনুমোদন পেতে আগামী বোর্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংকের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আগামী বোর্ড।   

বেঙ্গল ব্যাংকের প্রধান উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। দেশে তাদের প্লাস্টিক শিল্পসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের ভাই।

দ্য সিটিজেন ব্যাংকের মালিক আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক।  পিপলস ব্যাংকের উদ্যোক্ত চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা এম এ কাশেম।

এসি
     


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি