ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

আরও ৫০ হাজার টন গম কিনবে সরকার

প্রকাশিত : ০৮:৩১, ২৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

সরকার আন্তর্জাতিক বাজার থেকে আরও ৫০ হাজার টন গম আমদানি করবে। এজন্য ব্যয় হবে ১১২ কোটি ৫৫ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ক্রয় কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দর প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে আরও তিন প্রকল্পের দর প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চলতি অর্থবছরে প্যাকেজ-১১-এর আওতায় ৫০ হাজার টন গম আমদানি করা হবে। প্রতি টন ২৬৭ দশমিক ৯৮ মার্কিন ডলার হারে এ গম সরবরাহের কাজ পেয়েছে কর্প ইন্টারন্যাশনাল।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) কিনবে সরকার। এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি