ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

আরসিবিসির মামলায় সমস্যা হবে না : গভর্নর

প্রকাশিত : ১৫:৩৮, ১৩ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৪৯, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত পেতে বাংলাদেশের আইনি ব্যবস্থার বিরুদ্ধে ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন-আরসিবিসির ‘মানহানির’ মামলায় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

তিনি আজ বুধবার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘আমি এ বিষয়টি গতকাল পত্রিকার মাধ্যমে জেনেছি। মানহানি মামলা তারা করেছে, তবে এতে কোনো অসুবিধা নেই।’

তিনি বলেন, ‘আমাদের নিউ ইয়র্কের মামলার জন্য তারা (আরসিবিসি) বেকায়দা অবস্থায় আছে।’

এটি পাল্টা মামলা কিনা- এমন প্রশ্নের জবাবে গর্ভনর বলেন, ‘আমাদের পাল্টা মামলা নেই নিউ ইয়র্কের মামলায়। তারা একটি মানহানি মামলা করেছে, মূল মামলা না।’

প্রসঙ্গত, তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় গত ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক।

এর পাল্টায় আরসিবিসি গত ৬ মার্চ ফিলিপিন্সের সিভিল কোর্টে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে একটি মামলা করে বলে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি