ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আরাকান আর্মির ৩ সদস্য ও ইউনিয়ন পরিষদের ২ সদস্যসহ আটক ৬

প্রকাশিত : ১৮:০৫, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:০৫, ২৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির তিন সদস্য ও ইউনিয়ন পরিষদের দুই সদস্যসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল বুধবার দুপুরের দিকে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন পয়েন্ট থেকে থানছির উদ্দেশে ছেড়ে যাওয়া দু’টি জিপ গাড়িতে তল্লাশী চালানো হয়। সেসময় গাড়ী থেকে বিপুল পরিমাণ ওষুধ, ইলেট্রনিক্স সামগ্রী, মোবাইল সেট, টেলিভিশন, জলপাই রঙের পোশাকসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। আটক করা হয় ৬ জনকে। বিজিবির ধারণা, মালামালগুলো আরাকান আর্মির জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি