ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আর্জেন্টিনায় ভেজাল কোকেন সেবনে ২৪ জনের মুত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে আফিমের সঙ্গে কোকেন সেবন করে গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানান।

হাসপাতালে ভর্তি লোকদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং তাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে। মৃত এবং চিকিৎসাধীন লোকদের বয়স ২১ থেকে ৫৮ বছর। 

বুয়েনস আয়ার্স থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে দরিদ্র এলাকা লোমা হারমোসা থেকে মঙ্গলবার রাতে তারা এই ভেজাল কোকেন সংগ্রহ করে।

বেশিরভাগই এই কোকেনের বিক্রয় কেন্দ্রের কাছে মারা যায়, ১২ জন বাড়ীতে এবং ২ জন পথেই মারা যায়। এই দুইজন হার্ট অ্যাটাকের কারণে মারা যান, তাদের হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। প্রাদেশিক সরকারের সর্বশেষ হিসাবে বলা হয় শুক্রবার ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু পরে আরো কোকেন গ্রহন করায় তাদের পুনরায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রী নিকোলাস ক্রেপলক বলেছেন, আরো বেশী লোক কোকেন  সেবন করেছে, ২০০ বেশী লোক এটি খাওয়ার পরে চিকিৎসা সহায়তা চেয়েছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি