ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আলাউদ্দিন আলি ও লাকি আখন্দকে ৬০ লাখ টাকার চেক তুলে দিয়েছে শিল্পীর পাশে ফাউন্ডেশন

প্রকাশিত : ১৮:৫৩, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ক্যান্সার আক্রান্ত নন্দিত সংগীতজ্ঞ আলাউদ্দিন আলি ও জনপ্রিয় সংগীত শিল্পী লাকি আখন্দকে মোট ৬০ লাখ টাকার সহযোগিতা চেক তুলে দিয়েছে শিল্পীর পাশে ফাউন্ডেশন। বিপদগ্রস্থ শিল্পীদের পাশে দাড়াতেই এই উদ্যোগ বলে জানান সংগঠনটির প্রধান উদ্যোক্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এর আগে অনকোলজী ক্লাব আয়োজিত ৩য় ক্যান্সার কংগ্রেসের উদ্বোধনেও তিনি সমাজের স্বচ্ছলদের ক্যান্সার আক্রান্তদের পাশে দাড়ানোর আহবান জানান। কর্কট রোগও বাঁধা হয়ে দাড়ায়নি; লাকি আখন্দ; তার গানের মূর্ছনায় এখনো আন্দোলিত হয় যেকোনো আসর। প্রিয় সহকর্মীদের হাত ধরে আবারো তুমুল উদ্যোমে কালজয়ী সুরের মূর্ছনায় বাকিটা জীবন কাটাতে চান তিনি। কতো শতো আবেগি গানের ¯্রষ্টা এই আলাউদ্দিন আলি; ক্যান্সার কেড়ে নিয়েছে তার জীবনের স্বাভাবিক ছন্দ! সেই মুহুর্তে পাশে চিরচেনা মুখগুলো। গণ-মানুষকে আনন্দ দিতে গিয়ে নিজের সঞ্চয়ের দিকে নজর না দেয়া এই মানুষগুলো হঠাৎ আসা বিপদে দিশেহারা হয়ে পরেন। মর্যাদার সাথেই তাদের বিপদে পাশে থাকতে চায় শিল্পীদের নিজ হাতে গড়া শিল্পীর জন্য ফাউন্ডেশন। এর আগে অনকোলজি ক্লাব ও সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট আয়োজিত দুই দিনব্যাপি ক্যান্সার কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি ক্যান্সার মোকাবেলায় অবস্থাপন্নদের এগিয়ে আসার আহবান জানান। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে ক্যান্সার সচেতনতা বাড়ানোর পরামর্শও তার। দুদিনের এই কনফারেন্সে যোগ দিয়েছেন বিশ্বের প্রায় পনেরটি দেশের পঞ্চাশজন ক্যান্সার বিশেষজ্ঞ ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি