ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোনের ইফতার

প্রকাশিত : ২২:১৯, ২৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম জোনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) বন্দর নগরী টাইগারপাসের আমবাগান এলাকায় নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলহাজ্জ খলিলুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্জ আহামেদুল হক, সেলিম রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ ও গ্রাহক-শুভানুধ্যায়ী।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও সংস্কৃতি বিভাগের ড.এস এম বোরহান উদ্দিন এবং ইসলাম শিক্ষা বিভাগের মো.আবুল হোসেন আজহারী।

চট্টগ্রাম জোনাল হেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি