ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আল-আরাফাহ্ ব্যাংকের কম্বল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আর্ত মানবতার সেবায় দেশব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি পালন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের বরিশাল, দিনাজপুর এবং মংলা শাখায় ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

ব্যাংকের বরিশাল শাখার উদ্যোগে গত ২১ জানুয়ারি আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মনিরুল হক।

গত ২২ জানুয়ারি ব্যাংকের মংলা শাখায় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আনোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইবিএল খুলনা জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুরুল আলম। শাখা ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ্ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

গত ২৩ জানুয়ারি দিনাজপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ব্যাংকের বগুড়া জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজিবর রহমান। শাখা ব্যবস্থাপক মবিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি