ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

আল-আরাফাহ্ ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ২২:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেইনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ইন্টারনাল ইনভেস্টমেন্ট রিস্ক রেটিং সিস্টেম’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) শনিবার আল-আরাফাহ্ টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামের উদ্বোধন করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার হুসনে আরা শিখা এ সময় বিভিন্ন বিনিয়োগ ঝুঁকি ও রিস্ক রেটিং সম্পর্কে আলোচনা করেন।

এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক সহ প্রধান কার্যলয়, জোনাল অফিস ও বিভিন্ন শাখার শীর্ষ নির্বাহীরা অংশগ্রহণ করেন। ট্রেইনিং ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহীম দুয়ারি অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি