ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আসতে শুরু করেছে শীতের সবজি, মাছের বাজার উর্ধ্বমুখি, বেড়েছে মোটা চালের দাম

প্রকাশিত : ১৫:১৪, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:১৪, ২১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। তবে দাম অনেক বেশী নেয়ার অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন পুরোপুরি শীতের আমেজ শুরু হলেই কমবে দাম। এছাড়া মাছের বাজার উর্ধ্বমুখি বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা। এদিকে মোটা চালের দাম কিছুটা কমলেও তা আবারো বেড়ে বিক্রি হচ্ছে আগের দামেই। প্রকৃতিতে এসেছে হেমন্ত কাল। সকালে শিশির ভেজা সূর্যোদয়। মাঠে মাঠে চলছে শীতের হরেক রকম সবজির চাষ। বাজারে এসেছে শীতের প্রথম সবজি। দামও চড়া। সিম কেজী ১৬০ টাকা, ফুলকপি ছোট পিস ৪০ টাকা, মূলা ৪০ টাকা, বেগুন ৬০ টাকা। কোন সবজিই ৪০ টাকার নিচে নেই। তবে কমেছে শাকের দাম। তবে শীতের পুরো আমেজ শুরু হলেই দাম কমবে বলে মনে করছেন দোকানীরা। এদিকে মাছের বাজার অস্থির বলে অভিযোগ ক্রেতাদের। আর মোটা চাল-সহ সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। নতুন চাল না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলে জানান ব্যবসায়ীরা। এদিকে তেল, চিনি ও ডালের দাম রয়েছে আগের মতোই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি