ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ইতালিতে ঝড়ে ১৭ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইতালিতে তীব্র ঝড় ও বৃষ্টিপাতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতের পাশাপাশি এই তীব্র ঝড়ে প্রায় ১ কোটি ৪০ লাখ গাছ উপড়ে গেছে বলেও জানা গেছে।

শনিবার দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ইতালির কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন কোলদিরাইত্তি তীব্র ঝড় নিয়ে বিবৃতি দিয়েছেন।

সংস্থাটি বলছে, তীব্র ঝড়ে প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ধ্বংস হয়েছে। দেশের দূর উত্তরাঞ্চলেই এ ধরনের ঘটনা বেশি ঘটেছে বলে জানায় সংস্থাটি।

প্রতিষ্ঠানটি জানায়, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যায় খালের শহর ভেনিসের বিভিন্ন স্কয়ার ও হাঁটাপথগুলো ডুবে গেছে। এই অঞ্চলে ঝড়ের ক্ষয়ক্ষতি অন্তত এক বিলিয়ন ইউরোর সমান হবে বলেও জানায় তারা। 

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি