ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইতালিতে ভূমিকম্পে নিহত ২৮৭

প্রকাশিত : ২০:৫৯, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ২০:৫৯, ২৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। আহত হয়েছে সাড়ে ৩শ’র বেশি। এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এদিকে, এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে হাজারো মানুষ। শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইতালির মধ্যাঞ্চল। একের পর এক মিলছে মৃতদেহ। তবে, ধ্বংস্তুপে যখনই জীবনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, তখনই আশাবাদী হয়ে উঠছেন উদ্ধারকারীরা। ভূমিধস ও রাস্তা ভেঙ্গে যাওয়ায় পাহাড়ী এলাকাগুলোতে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। সময় যতই গড়াচ্ছে, আটকেপড়াদের জীবিত উদ্ধারের আশা ততই কমছে। এদিকে, আড়াই হাজার মানুষের শহর আমাত্রিস এখন ধ্বংসস্তুপ। শহরটির তিন চতুর্থাংশ এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পেসকারা ডেল ট্রন্টো, আকুমোলি, আরকোয়াটা ডেল ট্রন্টোসহ বিভিন্ন শহরে ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে। শহরগুলোর হাজার হাজার মানুষ আশ্রয়শিবির বা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। ভূমিকম্পের পর বিদেশ সফর বাতিল করে মন্ত্রিপরিষদের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। এদিকে, মিয়ানমারে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হতাহতের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি। ঐতিহাসিক শহর, বাগানসহ ১৭১টি শহরের হাজারো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি