ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইতালিতে সেতু ধসে নিহত ২৬, উদ্ধার তৎপরতা চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইতালির জেনোয়া শহরে সেতু ধসের ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। এখন পর্যন্ত নিহত কমপক্ষে ২৬ জন।

উদ্ধারকর্মীরা জানান, সেতুর ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ১২ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ৩শ’রও বেশি কর্মী উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সেতুটির প্রায় ২শ’ মিটার ধসে পড়ে। সেসময় সেতুর ওপর ৩০ থেকে ৩৫টি গাড়ি ছিলো। এ দুর্ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি উল্লেখ করে দায়ীদের কঠোর শাস্তি দেয়ার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও স্যালভিনি। মোরান্দি ব্রিজ নামে পরিচিতি সেতুটি ১৯৬০ সালে নির্মিত। সবশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি