ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইথিওপিয়ার রাজধানীতে কারাগারে আগুন লেগে কমপক্ষে ২৩ জনের মৃত্যু

প্রকাশিত : ১০:৩৬, ৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১০:৩৬, ৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার একটি কারাগারে আগুন লেগে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। কারাগারের বাইরে সরকার বিরোধীরা বিক্ষোভ করছিলো। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, এদের মধ্যে ২১ জন ধোঁয়ার শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। আর বাকি দুজন পালানোর চেষ্টা করলে তাদের গুলি করা হয়। তবে দেশটির স্থানীয় কিছু সংবাদমাধ্যম বন্দীদের গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে। কারাগারটিতে দেশটির রাজনৈতিকবিদ, ব্লগার, সাংবাদিকসহ অপরাধীদের বন্দী রাখা হয়। নিহতদের পরিচয় জানানো হয়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি