ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ইন্টারপোল প্রধানের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ইন্টারপোল প্রধান মেং হোংউই পদত্যাগের আবেদন করেছেন। তাঁর পদত্যাগপত্র গৃহিত হয়েছে বলে ইন্টারপোলের সদর দপ্তর থেকে জানানো হয়েছে।  সেই সঙ্গে ইন্টারপোলের অন্যতম শীর্ষ কর্মকর্তা কিম জং ইয়ংকে এই সংস্থার ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গতকাল (রোববার) দেশটির দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে, মেং হোংউইকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  ইন্টারপোলের প্রধান মেং একইসঙ্গে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীরও দায়িত্বে রয়েছেন।

গত ২৫ সেপ্টেম্বর মেং-এর নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর চীনের পক্ষ থেকে এই প্রথম কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া গেল। 

এর আগে মেং হোংউইকে জিজ্ঞাসাবাদ করার জন্য চীনে আটক করা হয়েছে বলে জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।

ফরাসী শহর লিঁওর ইন্টারপোল সদরদপ্তরে থেকে ২৫ সেপ্টেম্বর বের হয়ে চীনে রওনা হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়। ৬৪ বছর বয়সী মেং আন্তর্জাতিক শীর্ষ আইন প্রয়োগকারী সংস্থাটির প্রথম কোনো চীনা বংশোদ্ভূত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সূত্র:পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি