ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন নগরীকে কাঁপিয়ে দিয়েছে ভূ-কম্পন। এতে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে পর্যটন নগরীটিতে হানা দেয় ভূমিকম্প।

রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প হয়। এতে আরো ১৬২ মানুষ আহত হয়েছে এবং কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে সেখানে বহু ভবন ধসে পড়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মাতারাম শহরের ৫০ কিলোমিটার উত্তরপূর্বে।

স্থানীয় এক বাসিন্দা জানান, “ভূমিকম্প শুরুর পর আমার বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে, আমরা দৌড়ে বাইরে চলে আসি। প্রতিবেশীরাও বাইরে বেরিয়ে আসেন। আর তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়।” দুই বছর আগেও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়, ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারান।

এএফপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি