ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলরের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বলেছেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীজুড়ে রয়েছে এর জনপ্রিয়তা। বিশ্বকাপ ফুটবলে আবারও প্রমাণিত হয়েছে যে, বিশ্বব্যাপি এ খেলার রয়েছে অগণিত পুরুষ ও মহিলা দর্শক।

রোববার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০১৮’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা বলেন,আমি ফুটবলার ছিলাম। এজন্য ফুটবল আমার অত্যন্ত প্রিয় খেলা।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো. রেজওয়ানুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় আইন বিভাগ ৪-১ গোলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে পরাজিত করে।

 

কেআই/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি