ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ইবিতে বিজয় দিবস উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসন ভবনের সামনে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ এসময় তার সঙ্গে ছিলেন।

একই সময়ে প্রভোস্টগণ নিজ নিজ হলে অনুরূপভাবে পতাকা উত্তোলন করেন। সকাল ৯টা ৪৫মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের উপস্থিতিতে ডিনবৃন্দ, রেজিস্ট্রারসহ সব হল, অনুষদ, বিভাগ, সব পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি ¯কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন¦য়ে এক বিজয় শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’য় সমবেত হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি