ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

ইমরানের বিরুদ্ধে সাবেক স্ত্রীর প্রতারণার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:০৭, ২১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

এদিকে গত ১ জানুয়ারি লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির সেক্টর ওয়াই’র একটি বাসায় ইমরানের সাথে বুশরার বিয়ের বেনামি সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে গুজব ওঠে।  কিন্তু ইমরান এবং তার দল একে গুজব বলে উড়িয়ে দেয়। সে সময় ইমরানের দলের পক্ষ থেকে জানানো হয়, বিয়ের জন্য বুসরাকে কেবল প্রস্তাব দিয়েছেন ইমরান।

কিন্তু তার সাবেক স্ত্রী রেহম দাবি করেন যে, ১ জানুয়ারিতেই বুশরার সঙ্গে ইমরানের বিয়ে সম্পন্ন হয় ।

২০১৫ সালে ইমরান ও রেহম বিয়ে করেন। ১০ মাস পর তাদের বিচ্ছেদ ঘটে।  ইমরানের বিরুদ্ধে দাম্পত্য যাপনকালেই বুশরার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার অভিযোগ তোলেন রেহম।

রেহম বলেন, ‘তিন বছর আগে বুশরার সান্নিধ্যে আসেন ইমরান, যখন আমি তার স্ত্রী ছিলাম। ইমরান সত্যবাদী নন।’ 

সূত্র: দ্য টাইমস

এমএইচ/এস এইচ এস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি