ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইমরান খানের দলকে সমর্থন ওয়াসিম আকরামের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খানের দলকে সমর্থন দিয়েছেন তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম।

গতকাল শনিবার বিকালে আকরাম টুইটারে একটি টুইট করে ইমরান খানের দলের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন। টুইটে ওয়াসিম লেখেন, ‘তোমার নেতৃত্বেই আমরা ১৯৯২ সালে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর এবার তোমার নেতৃত্বেই আমরা পুনরায় একটি গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে পারবো।’

এদিকে, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান আজ রোববার দেশটির বন্দর নগরী করাচিতে এক মহাসমাবেশে বক্তৃতা করবেন। স্থানীয় সময় বিকাল ৩টায় করাচির বাগ-ই-জিন্নাহ-তে ওই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ইমরান সমাবেশে যোগ দিবেন বিকাল ৬টায়।

আগামী ২৫ জুলাই পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী কাল সোমবারের মধ্যেই পাকিস্তানে সব ধরনের নির্বাচনী প্রচার শেষ হবে। ফলে আজকের সমাবেশটি বেশ গুরুত্বপূর্ণ। সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান প্রশাসন।

সূত্র : ডন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি