ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ইরাকের ইসি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ইরাকের নির্বাচন কমিশনের সব ঊর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি । সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ব্যপক কারচুপি হয়েছে এমন অভিযোগে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শিয়াপন্থী নেতা মুসতাক আল সা’দের কোয়ালিশন জোট ৩২৮ সিটের ৫৪টিতে জয় লাভ করে। দুর্নীতি বিরোধী প্রচারণায় নামার পরই তিনি দেশটিতে জনপ্রিয় হয়ে ওঠেন। এর রেশ ধরেই প্রধানমন্ত্রী আবাদী নির্বাচন কমিশনের উপর ক্ষিপ্ত হন। গত মঙ্গলবার আবাদী সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশনের কিছু লোকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হবে।

আবাদী আল ও নাসিরের কোয়ালিশ জোট মাত্র ৪২ আসনে জয়লাভ করে। এরপরই আবাদী অভিযোগ করেন, কোনো ধরণের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করেছে। আর এর মাধ্যমে শিয়াপন্থী আল সা’দদের পক্ষ হয়ে কাজ করার আভিযোগ আনেন তিনি।

এদিকে ৫৩ হাজার ব্যালট বাক্সের মধ্যে এক হাজার ২১ বাক্সের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। আবাদী বলেন, নির্বাচনে প্রার্থীরা আইন ভঙ্গ করেছেন এবং পাশাপাশি নির্বাচন কমিশনের ঊর্ধতন কর্মকর্তারাও তাদের সুযোগ দিয়েছেন। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তদন্তকার্যক্রম চলার তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে যোগ করেন তিনি।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি