ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইরাকের মসুলের কিছু অংশ পুর্নদখলের পর আইএস এর সঙ্গে যুক্ত সন্দেহে নির্যাতন

প্রকাশিত : ১১:০৬, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:০৬, ৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইরাকের মসুলের কিছু অংশ পুর্নদখলের পর আইএস এর সঙ্গে যুক্ত সন্দেহে নির্যাতন চালাচ্ছে স্থানীয় সুন্নি মিলিশিয়া বাহিনী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মসুলের দক্ষিণ-পূর্বের একটি গ্রামে প্রতিহিংসামূলক কার্যকলাপে মেতে উঠেছে সুন্নি যোদ্ধারা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অ্যামনেস্টি  বলছে, সন্দেহভাজনদের কাউকে বৈদ্যুতিক শক দিচ্ছে, অথবা গাড়ির সাথে বেঁধে রাস্তার ওপর দিয়ে টেনে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। মসুলে ৩ থেকে ৫ হাজার আইএস যোদ্ধা আছে বলে ধারণা ইরাকি বাহিনীর। প্রায় আড়াই বছর পর আইএস এর শক্ত ঘাঁটি মসুলের কিছু অংশের নিয়ন্ত্রণে নেয় ইরাকি সরকারি বাহিনী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি