ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি আর নেই

প্রকাশিত : ১৪:৩০, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৩০, ৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি আর নেই। সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৬ বছর বয়সী এ পরিচালক। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও আলোকচিত্র শিল্পী কিয়ারোস্তামি চলচ্চিত্র অঙ্গণে কাজ করে আসছিলেন ১৯৭০ সাল থেকে। ৪০ টির বেশি সিনেমা নির্মাণ করেছেন তিনি। ১৯৯৭ সালে ‘টেস্ট অব চেরি’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডি’ওর পান তিনি। তার অন্য উল্লেখযোগ্য সিনেমা ‘ক্লোজআপ’, ‘দ্য উইন্ড উইল ক্যারি আস’।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি