ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইরান সীমান্তে মার্কিন সেনা মোতায়েন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইরান সীমান্তের নিকটবর্তী আফগানিস্তানের ফারাহ প্রদেশে মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম আইআরআই।

এদিকে মোতায়েন করা সেনারা কোনো ধরণের অভিযান চালাবে না বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ রাদমানিশ রোববার বলেন, আফগান সেনাদের নতুন ধরনের অস্ত্র চালনার বিষয়ে প্রশিক্ষণ দেয়ার জন্য মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। এসব সেনা কোনো অভিযানে অংশ নেবে না বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেয়া হবে বলে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় আসার প্রায় দুই বছর হতে চললেও সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। বরং নতুন করে আফগানিস্তানে আররও সেনা মোতায়েন করেছেন তিনি। ২০১৭ সালে আফগানিস্তানে মার্কিন সেনা ছিল ৮ হাজার ৫০০, যা বর্তমানে ১৪ হাজার।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি