ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম আহমেদ সেলিম (২৪)।

জানা যায়, গত সোমবার খলকিল্লাহ শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়লে ইসরায়েলি বাহিনী প্রতিবাদকারীদের উপর গুলি চালায়। এতে আহমেদ সেলিমসহ বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে আজ মঙ্গলবার সেলিম নিহত হয়েছেন।

সেলিমকে প্রাথমিকভাবে খলকিল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার মাথায় গুলি লাগায় প্রচুর রক্তপাতের কারণে তাকে বাঁচানো যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেলিমসহ নতুন বছরে চার ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।

সুত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি