ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা সিংগারবিল বাজারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ২৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৭তম এজেন্ট ব্যাংকিং শাখা শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল বাজারে উদ্বোধন করা হয়। পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া ও সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া শাখা প্রধান মো. সানাউল্লাহ। বিজ্ঞপ্তি

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি