ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের জন্য তিন দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার গতকাল বুধবার (৮ জানুয়ারি) বুধবার উদ্বোধন করা হয়েছে। ধানমন্ডিতে ইউনিভার্সিটির চত্বরে বেলা ১১টায় এই ফেয়ার উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান আলী আজম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বোর্ডের চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ট্রেজারার ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সহিদ আকতার হোসাইন প্রমুখ।
 
একই সময়ে সাভারের আশুলিয়া মডেল টাউনে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. আমিনুল হক।

ফেয়ার উপলক্ষে যেকোনো বিষয়ে ভর্তি ফি’র ওপর ২০ শতাংশ ছাড় এবং আকর্ষণীয় গিফটের ব্যবস্থা রয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রতি সেমিস্টারে এই ফেয়ার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার, চেয়ারপারসন ও কর্মকর্তা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি