ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ইয়ামাহার “আর১৫ মুভিস্টার” হ্যান্ডওভার

প্রকাশিত : ১৭:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরস্। বর্তমানে সারাদেশে এর ৩৯টিরও বেশি থ্রিএস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট এবং ২টি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।

এসিআই মটরস্- ইয়ামাহা বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে “আর১৫ মুভিস্টার” এডিশন। এই মোটরবাইকটির স্পোর্টি লুক এবং রেসিং ডিএনএ এসেই বিপুল সাড়া ফেলেছে তরুন বাইকারদের মধ্যে। গত ১৯ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে মিরপুর ৬০ফিট রোডের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে “আর১৫ মুভিস্টার” এডিশন এর হ্যান্ডওভার শুরু করা হয়।

অনুষ্ঠানে এসিআই মটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি