ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইয়েমেনের একাধিক ড্রোন হামলা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৩ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বৃহস্পতিবার চালানো একাধিক ড্রোন হামলা লোহিত সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সেন্টকম এক্সে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্র বলেছে, ইয়েমেনের স্থানীয় সময় ২৩ নভেম্বর সকালে দেশটির হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা থেকে চালানো একাধিক ড্রোন হামলা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থমাস হাডনার থেকে গুলি করে ঠেকিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এরআগে টুইটার নামে পরিচিত ছিল।

তারা আরো জানায়, হুতি বিদ্রোহীদের এসব ড্রোন হামলায় ‘জাহাজ এবং ক্রুদের কোন ক্ষতি হয়নি।’
হুতিরা নিজেদেরকে ইরানের মিত্র ও প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে ঘোষণা করেছে এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তারা ইসরায়েল অভিমুখে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হুতিরা ইসলামি কট্টরপন্থী গ্রুপ হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে দেশটির জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর হুমকিও দিয়েছে।

এদিকে রোববার হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশপথে ইসরায়েল সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজ এবং এটির ২৫ জন আন্তর্জাতিক ক্রু’কে আটক করেছে।

এ ব্যাপারে এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, এটি ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি