ইয়েমেনে বিমান হামলায় নিহত ২০
প্রকাশিত : ১০:২০, ৩ আগস্ট ২০১৮

ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন। হুদাইদার রেড সি পোর্ট শহরে গতকাল বৃহস্পতিবার এই বিমান হামলা চালানো হয়। হুদি বিদ্রোহীদের দমনে সৌদি ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে এই বিমান হামলা পরিচালনা করে।
দেশটির হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, শহরের প্রধান হাসপাতাল আল থাওরা এর খুব কাছেই এই বিমান হামলা চালানো হয়। হামলার মূল লক্ষ্য ছিলো শহরের মাছ মার্কেট এবং সামুদ্রিক মাছের বাণিজ্যিক বন্দর।
হাসপাতালটির এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপি’কে জানান, “পৃথক দুই হামলায় ২০ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন”। তবে হুদি গোষ্ঠী সমর্থিত বার্তা সংস্থা সাবা’তে নিহতের সংখ্যা ৩০ জন বলে দাবি করা হয়েছে।
এদিকে হুদাইদা’তে বিমান হামলার বিষয়টি অস্বীকার করেছেন সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্রা। কর্ণেল তুর্কি আল মালিকি সৌদির রাষ্ট্রায়ত্ত আল আরাবিয়া চ্যানেলকে জানান যে, এই হামলা সৌদি জোট করেনি। হামলার জন্য উলটো হুদি গোষ্ঠিকে দায়ী করেন তিনি। তিনি বলেন, “আমাদের জোট সুনির্দিষ্ট এবং কঠিন যুদ্ধনীতি অবলম্বন করে যা আন্তর্জাতিক আইন মেনে চলে”।
প্রসঙ্গত, ইয়েমেন সরকারের বিরুদ্ধে কয়েক বছর ধরেই যুদ্ধে লিপ্ত আছে হুদি বিদ্রোহীরা। ইরান সমর্থিত এই গোষ্ঠির বিরুদ্ধে ইয়েমেন সরকারকে সমর্থন দিচ্ছে সৌদ আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট।
সূত্রঃ আল জাজিরা
//এস এইচ এস//
আরও পড়ুন