ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৩৪, ২২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ শনিবার দেশটির তিয়াজ প্রদেশে যাত্রীবাহী একটি গাড়িতে হামলা চালানো হয়েছিল। এতে গাড়িটির ২০ যাত্রীর সবাই নিহত হন।

সৌদি জোটের এক মুখপাত্র বলেন, তারা এই ঘটনার তদন্ত করবেন। এ সংক্রান্ত প্রতিবেদন তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এর বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

ইরান সমর্থিত হুতি সম্প্রদায়কে হটাতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

দেশটির রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবারে হুতি বিদ্রোহীরা এক নারীসহ দুইজনকে হত্যা ও চারজনকে আহত করেছে। ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি