ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ঈদকে সামনে রেখে পোশাক কারখানাগুলো দারুণ ব্যস্ত

প্রকাশিত : ০৯:২৮, ৮ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৮, ৮ জুন ২০১৬

Ekushey Television Ltd.

দারুণ ব্যস্ত মৌসুমী ক্ষুদ্র পোশাক কারখানাগুলো। সামনে ঈদ। দেশের প্রত্যন্ত অঞ্চলে বাহারি পোশাক পৌছে দিতে অল্প পরিসরে চলছে ব্যাপক কাজ-কর্ম। বছরের অর্ধেকটা সময় কাজ থাকলেও, বাকী সময়টা কাটে বেকার। ফলে লোকসান পুষিয়ে নিতে বেগ পেতে হয় এসব ব্যবসায়ীদের। রপ্তানী নির্ভর তৈরি পোশাক কারাখানার বাইরে খোদ রাজধানীতেই আছে কয়েক হাজার ক্ষুদ্র তৈরি পোশাক কারখানা। এর মধ্যে পুরান ঢাকার লালবাগ, সুরিটোলা, উর্দুরোড় সহ ঐ এলাকায়ই রয়েছে প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠান। অল্প পূঁজি। সীমিত লোকবল। তবু কাজের মানে যেকারো সাথে টেক্কা দেয়ার চেষ্টা। ঈদ মৌসুমে এসব প্রতিষ্ঠানগুলোতে চাহিদার ভিত্তিতে পোশাকের বায়না করা হয়। জনপ্রিয়তাও আছে এসব পোশাকের। তবে ঈদ মৌসুম বাদ দিলে বছরে অন্তত ৩/৪ মাস বন্ধ থাকে এসব প্রতিষ্ঠান। আবার ভারত থেকে চোরাই পথে আসা পোশাকের আধিপত্যে প্রতিবছরই লোকসানের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। লোকসানের আশংকা মাথায় থাকলেও বন্ধ হয়নি মেশিন। চলছে অবিরাম। অভ্যন্তরিণ বাজারে এ শিল্প প্রসারে চলছে প্রাণপন চেষ্টা। শুধু ঈদ মৌসুম নয়, বছর জুড়েই দেশব্যাপী পোশাক সরবরাহের আশা করছেন ব্যবসায়ীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি