ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ঈদুল আজহায় হাজারীবাগে থেকেই কার্যক্রম চালাতে চান ট্যানারি মালিকরা

প্রকাশিত : ১০:৪০, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১০:৪০, ১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে সরানো হচ্ছে ট্যানারি শিল্প। তবে, চামড়া সংগ্রহের বড় মৌসুম ঈদুল আজহার সময়ে এবারো হাজারীবাগে থেকেই কার্যক্রম চালাতে চান ট্যানারি মালিকরা। আর স্থানান্তর প্রক্রিয়ায় গাফিলতির কারণে মাশুল গুণতে হচ্ছে পুরো শিল্পকে। এখনো পুরোপুরি শেষ হয়নি সাভারে চামড়া শিল্প নগরীর কাজ। হাজারীবাগের দুইশ’ কারখানার মধ্যে সাভারে প্লট পেয়েছেন একশ’ পঞ্চান্নটির মালিক। বেহাল সেখানকার রাস্তা; শেষ হয়নি অবকাঠামো নির্মাণ। এখন পর্যন্ত কাজ শুরু করতে পেরেছে মাত্র গোটা পয়ত্রিশেক ট্যানারি। এমন বাস্তবতায় এবার ঈদুল আজহায় হাজারীবাগে থেকেই চামড়া সংগ্রহ করতে চান ট্যানারি মালিকরা। এখনো কাজ শেষ না হওয়ার কারণ জানতে চাইলে তার ব্যাখ্যা দেন প্রকল্প পরিচালক। এদিকে, সাভারে শিল্প স্থানান্তর না করায় আদালতের নির্দেশনা অনুযায়ি প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা গুণতে হচ্ছে ট্যানারি মালিকদের। ট্যানারি মালিকরা বলছেন, বিভিন্ন কারণে হোঁচট খেয়েছে এই শিল্প স্থানান্তরের উদ্যোগ। যার মাশুল গুণতে হচ্ছে গোটা চামড়া শিল্পকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি