ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ঈদে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:১৭, ১৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সৈয়দপুর ও যশোর রুটে নিয়মিত ফ্লাইটের ব্যবস্থা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সংস্থাটি নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণাও দিয়েছে। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিতে সম্মানিত যাত্রীদের স্বাচ্ছন্দময় ও নিরাপদ ভ্রমণের চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার ৩০ শে আগষ্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের ব্যবস্থা করেছে। পাশাপাশি সৈয়দপুর রুটে অতিরিক্ত ২টি এবং যশোর রুটে অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম ৪টি, কক্সবাজার ২টি, যশোর ২টি, সিলেট ১টি, ক্সসয়দপুর ২টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি