ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঈদে প্রতিটি হলে নতুন সিনেমা

প্রকাশিত : ১৬:৫১, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৫১, ৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ঈদ কিংবা অন্য কোন উৎসবে নতুন পোশাকের মতোই দেশের প্রতিটি হলে নতুন সিনেমা যেন অপরিহার্য অনুষঙ্গ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারও বড় বাজেট এবং ব্যতিক্রমী গল্পে সাজানো হয়েছে ঈদ চলচ্চিত্রের আঙিনা। চলচ্চিত্র শিল্পের মন্দা কাটাতে ঈদকে উপলক্ষ করতে চান এই শিল্প সংশ্লিষ্টরা। বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয়তা ফেরাতে তৎপর সিনেমা সংশ্লিষ্টরা। গতানুগতিকতার বাইরে চেষ্টা চলছে গল্পে ভিন্নতা আনার। এছাড়া, উৎসবে নতুন ছবি মুক্তি দেওয়ার একটা প্রতিযোগিতাও থাকে। হলমুখী করতে দর্শকদের চাহিদার কথা মাথায় রাখছেন নির্মাতারা। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীরা এখন ভারতেও জায়গা করে নিচ্ছেন। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো দর্শকের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলেই আশা তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি