উইলবার রোজ কে বানিজ্য মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প
প্রকাশিত : ০৯:২২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:২২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারী উইলবার রোজ কে বানিজ্য মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার মার্কিন সিনেটের এক বৈঠকে উইলবার রোজ নির্বাচিত হন। নির্বাচনী প্রচারনায় ট্রাম্পের কর কমানো এবং অবকাঠামোগত পরিকল্পনার পেছনে কাজ করেছেন রোজ। স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব পালন করবেন তিনি। তবে রোজের এই নিয়োগকে মার্কিন জনগণের জন্য হতাশাজনক বলে মন্তব্য করছে বিরোধিরা। এদিকে বৃহস্পতিবার শপথ গ্রহন করবেন ৭৮ বছরের রোজ।
আরও পড়ুন