ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ৪ এপ্রিল ২০২২

আগুনের দৃশ্য

আগুনের দৃশ্য

Ekushey Television Ltd.

আবারও আগুন লেগেছে কক্সবাজারের উখিয়াস্থ ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে। এতে ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়। সোমবার (৪ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক। 

তিনি জানান, দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লেগে ক্যাম্পে অবস্থিত ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এখনো আগুনের সূত্রপাত বা কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

এর আগে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারায়। 

এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়। 

তারও আগে, গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি